করোনাভাইরাস প্রতিরোধে বিরামপুরে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের বিরামপুর পৌর শহরে সাধারন খেটে খাওয়া মানুষের মাঝে বিনামূল্যে ৫০০ মাস্ক বিতরন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় পৌর শহরের ঢাকা মোড়, অবসর মোড়, সোনালী ব্যাংক মোড়, কলেজ বাজার, হাসপাতাল মোড়ে বিনামূল্যে এসব মাস্ক বিতরন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশফিকুর রহমান।

মাস্ক বিতরন বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশফিকুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র দিকনির্দেশনায় এসব কার্যক্রম অব্যহত রেখেছি।

তিনি আরও বলেন, যতদিন এই করোনা ভাইরাসের সংকট শিথিল না হচ্ছে ততদিন সাধারন মানুষদের সচেতন করার লক্ষ্যে এই ধরনের নানা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এসময় প্রেসক্লাব সভাপতি শাহিনুর আলম, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন, সাংবাদিক আব্দুর রশিদ, নজরুল ইসলাম, সামিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।