করোনা জয় করে সবার সাথে হাসলেন দুই অবুঝ শিশু

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : শৈশব আনন্দেই কাটতো তাদের। করোনা কি বোঝে না ১৮ মাস বয়সি অবুঝ শিশু মোস্তাকিম। অজানা আতংকে মুখের হাসিও ছিল না তার। খেলার সাথী আপন বড় ভাই আবু মুসা(৭), সেও করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত হওয়ার কারনে দু’ভাইয়েই কাটছিল বন্ধি জীবন। বাড়ির বাইরেও বেরুতো পারছিল না তারা।

এসময়ে আগের মতো আশপাশের ছোট ছোট শিশুরাও তাদের সাথে খেলতে আসতো না। বাড়ির ঘুমোট পরিবেশ তাদের অস্থির করে তুলেছিল। আজ মুক্ত পরিবেশে সবার সাথে তাদেরও চোখে মুখে হাসির ঝিলিক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার যখন শিশু দুজনের হাতে ফুল দিলেন, তখন বাড়ির পরিবেশটা পাল্টে গেল। সবার চোখে মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। সবার সাথে কিছু না বুঝেই শিশু দুজনও হেসে উঠলো। উপজেলার দলদলিয়া ইউনিয়নের তেজার মোড় নামকস্থানের নানা বাড়িতে বসবাস করা করোনা আক্রান্তু দুই শিশু পরিবারের রুদ্ধশ্বাস প্রতিক্ষা আর আতংকের অবসান হলো। স্বাস্থ্য কর্মকর্তার দেয়া উপহার গ্রহণ করে করে মুক্ত পরিবেশ পেয়ে পরিবারের সকলেই আজ খুশি।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এ পর্যন্ত ৪শত ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ইতোমধ্যে ৩শত ২৮ জনের ফলাফল এসেছে। জেলার চিলমারী উপজেলা স্বাস্থ্য বিভাগ ও গাজীপুরে সংগ্রহিত নমুনাসহ এ উপজেলায় মোট ১৮ জনের কোভিড-১৯ সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৮০ জনের নমুনার ফলাফল পায়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার উপজেলার কোভিড-১৯ আক্রান্ত ৯ জনের চুড়ান্ত ফলাফল নেগেটিভ আসায় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য বিভাগ। ইতিপূর্বে করোনা আক্রান্ত আরো ৪ জনকে করোনা মুক্ত ঘোষনা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিল উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে, মিউচ্যুয়ার ট্রাস্ট ব্যাংক লিমিটেড উলিপুর শাখার দুই কর্মকর্তা কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় ব্যাংকটির উলিপুর শাখা গত বুধবার লকডাউন করে দিয়েছে প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ আক্রান্তদের পরিবারের লোকজনের আন্তরিক সহযোগিতা ও স্বাস্থ্য বিধি মেনে চলার কারনে আক্রান্তরা দ্রুত সুস্থ্য হয়েছেন। করোনা ভাইরাস যাতে মহামারী আকারে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।