নৌকার পক্ষে প্রচারে কৈচাপুর ইউনিয়ন আ’লীগ ও চেয়ারম্যান জাহাঙ্গীর

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১

দেওয়ান নাঈম,হালুয়াঘাট : আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে হালুয়াঘাট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছেন কৈচাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও কৈচাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ আহমদ সারোয়ার জাহান জাহাঙ্গীর।

মঙ্গলবার(২ নভেম্বর) ও গত সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোটরসাইকেল যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নৌকার প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচারনা চালায় ও নৌকা প্রতীকে ভোট চান।প্রচারনাকালে সঙ্গে ছিলেন কৈচাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল হক মাস্টার,সাধারণ সম্পাদক মির্জা হুমায়ুন কবীরসহ কৈচাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা।এসময় বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারা।

কৈচাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ আহমদ সারোয়ার জাহান জাহাঙ্গীর বলেন.মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাহসী ও দৃঢ় পদক্ষেপে উন্নয়নের মহাসড়কে আজ বাংলাদেশ।এই বিভিন্ন উন্নয়ন তুলে ধরে পুনরায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।