গৌরীপুরে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে থানা পুলিশ (১৯ মার্চ) বৃহস্পতিবার সকালে ২ বছর বয়সের এক মেয়ে শিশুর অজ্ঞাত লাশ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্নি পাওয়া যায়নি।

গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন জানায়, সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে অজ্ঞাত মেয়েটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত উদ্ধারকৃত শিশুর কোন পরিচয় পাওয়া যায়নি।

শিশুর লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের সময় সাথে ছিল অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সাখের হোসেন সিদ্দিকী।