ভালুকায় হবিবাড়ীর স্বেচ্ছাসেবীরা করোনা মোকাবেলায় প্রশংসিত

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকারঃ ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবীদের করোনা মোকাবেলায় ভ’মিকার প্রশংসা করলেন ময়মনসিংহ জেলার করোনা পরিস্থিতির তদারকীর দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের সচিব সুবীর কিশোর চৌধুরী।

তিনি শনিবার (১১জুলাই) বিকেলে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন এলাকার করোনা পরিস্থিতি পরিদর্শন করে ওই এলাকায় করোনা মোকাবেলায় ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এবং করোনা নিয়ন্ত্রনে ও্ই ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের কর্মকান্ডকে রোল মডেল হিসাবে অবিহিত করেন। একই সময় তিনি স্থানীয় প্রশাসন ও সেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. শোহেলী শারমিন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন, হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুসহ সেচ্ছাসেবীরা ওই সময় উপস্থিত ছিলেন। ওই সময় পরিকল্পনা কমিশনের সচিব সুবীর কিশোর চৌধুরী পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।