ময়মনসিংহে গাঁজাসহ আটক-৪

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম রেললাইন সংলগ্ন এলাকা হতে গাঁজাসহ চার জনকে আটক করছেন র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার তফিকুল আলম জানান, গত- ৩০/১২/২০১৯ খ্রিঃ তারিখ ২২.১৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাট গুদাম রেল লাইন সংলগ্ন হতে কেওয়াটখালীগামী ঢালাই রাস্তার উপর

আব্দুল হাকীম বাদলের মুদি দোকানের সামনে হতে আসামী ১। আবির রহমান(২০),পিং-মোঃ টিটু,সাং-আকুয়া হাজী বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ, ২। মোঃ পারভেজ (৩০),পিং-দিলু মিয়া,সাং-চামড়া গুদাম, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ, ৩। মাহাবুব আলম (৪৯),পিং-মৃত তোফাজ্জেল হোসেন,সাং-কেওয়াটখালী, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ, ৪। আশাজ্জল হোসেন (৪৪),পিং-মৃত আফাজ্জল হোসেন,সাং-ধোপাখোলা, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে ৩০(ত্রিশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফাঁদ মামলায় ১০০ সরকারি কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার