নালিতাবাড়ীর মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও দাখিল মাদ্রাসার সভাপতি উমর আলীর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, উপজেলার পোড়াগাঁও দাখিল মাদ্রাসায় গত ২০১৯ সালে ১ জুন সহকারী সুপার ও ২০২০ সালে ৩ জন কর্মচারী নিয়োগর অর্থসহ প্রতিষ্ঠানের প্রায় চার একর জমির ইজারার আনুমানিক ২০ লাখ টাকা অপর সদস্যদের সহযোগিতায় পোড়াগাঁও দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি উমর আলী তার ক্ষমতাবলে এলাকাবাসীর সাথে পরামর্শ ছাড়াই মাদ্রাসার কোন উন্নয়ন কাজ না করে আত্মসাৎ করেছেন বলে স্থানীয়রা জানান।

এছাড়াও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির আর মাত্র দুই মাস মেয়াদ থাকায় ভারপ্রাপ্ত সুপার মনজুর মাওলার সহায়তায় গোপনে সভাপতি উমর আলী মোটা অংকের অর্থের বিনিময়ে মাদ্রাসার সুপার নিয়োগের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে মাদ্রাসার বেহাল দশা এবং নানা অনিয়ম, দূর্নিতি ও স্বজন প্রীতির জন্য মাদ্রাসা কমিটির সভাপতির অপসারণসহ তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।

এসব বিষয়ে মাদ্রাসার জমিদাতা প্রতিনিধি বেলাল হাসান ও সাবেক ইউপি সদস্য মুনছর আলী জানান, মাদ্রাসা কমিটির সভাপতি উমর আলী প্রভাব খাটিয়ে বহিরাগতদের কমিটিতে রেখে নিজ ছেলে ও ছেলের বউকে চাকরি দেয়াসহ আর্থিক অনিয়ম, দূর্নীতি করলেও যেন দেখার কেউ নেই। অভিভাবক ও এলাকাবাসী তার প্রতি অসন্তোষ্ট ও ক্ষুব্ধ। আমরা তার অপসারণসহ তদন্তপুর্বক বিচার দাবি করছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই মাদ্রাসার সভাপতি উমর আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এসবের সাথে জড়িত নই। এসব কিছু মাদ্রাসার সুপার সাহেব জানেন।

এদিকে, এ অভিযোগের বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম গত ১৩ জানুয়ারি নিয়োগ স্থগিত করে অভিযোগ খতিয়ে দেখা হবে মর্মে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন।