হালুয়াঘাটে সরকারি নির্দেশ অমান্য করায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
হালুয়াঘাটে সরকারি নির্দেশ অমান্য করায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলে পণ্য বিক্রির দায়ে পৌর শহরের সুলতান সাইকেল মার্ট এর সত্বাধিকারী মোঃ সুলতান আহমেদকে বুধবার (১ এপ্রিল) সন্ধায় নিজ দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল করিম বলেন, সরকারি নির্দেশ অমান্য করার দায়ে এই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। নিত্যপ্রয়োজনীয় কিছু দোকান ছাড়া অত্র উপজেলায় সব ধরনের দোকান পাট বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার পরও যে সমস্ত ব্যবসায়ী সরকারি নির্দেশ মানচ্ছেন না তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সহ একদল পুলিশ ও সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।