হালুয়াঘাটে বেশি দামে চাল বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : দোকানে মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথকস্থানে অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ী কে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মার্চ) বিকেলে একই সময়ে উপজেলার ধারা বাজার ও বাঘাইতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।

এ সময় ধারা বাজারের চাল ব্যবসায়ী এফসানুল হক কে ১০ হাজার, ভাই ভাই এন্টারপ্রাইজ ২০ হাজার ও বাঘাইতলা বাজারের এক খুচরা চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল করিম বলেন, চালের দাম বৃদ্ধির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে চাল বিক্রি করার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ১৩১ ধারা এই জরিমানা আরোপ করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা সমবায় বিষয়ক কর্মকতা কামরুল হুদা, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সহ একদল পুলিশ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।