অসহায়দের পাশে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস মোকাবেলায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষ থেকে ৫শ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভবনের সামনে এই খাদ্য সামগ্রী তুলে দেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, আলু, ডাল, পেঁয়াজ ও সয়াবিন তেল।

সাংসদ দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ যদি এগিয়ে আসে তাহলে পাহাড়ের কেউ অভূক্ত থাকবে না। তাই সরকারের পাশাপাশি বিত্তবানদের হতদরিদ্রদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানাই।

এ সময় রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, সহ সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, চেম্বারের পরিচালক ও সাবেক রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, হাজী কামাল উদ্দিন, মো. নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

পরবর্তীতে রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালকদের মাধ্যমে উক্ত খাদ্য সামগ্রীগুলো অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।