পটিয়ায় এস. আলম বাস সার্ভিসের উদ্বোধন

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা ঃ পটিয়া-চট্টগ্রাম রুটে যাত্রী হয়রানি বন্ধে ও ভাড়া কমানোর উদ্যোগ নিয়ে এস. আলম কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে পটিয়া থেকে চট্টগ্রাম মহানগরীর সিনেমা প্যালেস পর্যন্ত ২০টি এস. আলম বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম.পি গতকাল দুপুরে এ বাস সার্ভিস উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এস.আলম বাস সার্ভিসের জি,এম আবেদ হোসেন চৌধুরী, এস.আলম কর্তৃপক্ষের ছাদেকুর রহমান, তমিজ উদ্দীন চৌধুরী, পটিয়া উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, যুবলীগ নেতা বাপ্পী চৌধুরী প্রমুখ।

সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সার্ভিস অব্যাহত থাকবে বলে এস. আলম কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী পটিয়ায় হল টু ডে কমিউনিটি সেন্টারে মাদকবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশ মাদকমুক্ত না হলে সমাজ অন্ধকার হয়ে যাবে।

এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, মাদকদ্রব্যের চট্টগ্রাম জেলার উপ-পরিচালক আতিকুর রহমান, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) জব্বারুল ইসলাম।