বইয়ের পাশাপাশি পোষাক ও টিফিনের জন্য শিক্ষার্থীদের ২ হাজার টাকা দেয়ার সিদান্ত রয়েছে

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

নিজস্ব সংবাদদাতা,পটিয়া : জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেন, সারাদেশে প্রায় ৩৬ কোটি বই বিতরণ করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিনামূল্যে বইয়ের পাশাপাশি পোষাক ও টিফিনের জন্য ২ হাজার টাকা করে দেয়ার সিদান্ত নিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।

এরই ধারাবাহিকতায় পটিয়া ও কর্ণফুলী উপজেলায় ৩ লাখ ৯০ হাজার সেট বই বিতরণ করা হয়েছে। অন্যদিকে ৮৬টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও মক্তবে প্রায় ৬ লাখ ১৭ হাজার সেট বই দেয়া হচ্ছে। অবকাঠামোগত উন্নয়নে সরকার সারাদেশে কোটি কোটি টাকা ব্যয় করছে। শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। তিনি গতকাল বুধবার সকালে পটিয়ার একটি কনভেনশন সেন্টারে প্রাইমারী ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, হুইপের একান্ত সহকারী সচিব হাবিবুল হক চৌধুরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, পৌর কাউন্সিলর রূপক কুমার সেন।

পটিয়ায় দক্ষিণ জেলা জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্টা বার্ষিকী পালিত