নবীনগরে আগুনে পুড়লো ১২ দোকান

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজার আগুনে পুড়ে গেছে ১১টি দোকান। রোববার রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে সলিমগঞ্জ বাজারে বন্ধ থাকা একটি লন্ড্রি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের নৌ-পুলিশ ও অস্থায়ী পুলিশ ক্যাম্প সদস্যদদের সহায়তায় এলাকাবাসী প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন থেকে বাঁচাতে আরও পাঁচটি দোকানের মালপত্র লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রনোজিত রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, লন্ড্রির দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।