পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজী উপজেলার আলোকিত ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে আলোর প্রত্যয় পাঠশালার কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ক্লাব সভাপতি তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন শোভনের সঞ্চালনায় এবং লিও ক্লাব অব ঢাকা সানওয়ে’র লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট’র উপদেষ্টা, সাংবাদিক মীর হোসেন রাসেলের সার্বিক সহযোগীতায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি অবজারভার, ডিবিসি নিউজের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, বিসিবি”র ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন।

এই সময় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, শিক্ষা সম্পাদক তরিকুল ইসলাম রণি, সৌরভ, তারেক, আসিফ, কাওসার, মামুন, সাকিব, জাহিদ, হ্রদয়, সাইদুলসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ, বেধেপল্লীর সুবিধাবঞ্চিত ৫০ শিশু, যারা প্রত্যয় পাঠশালার শিক্ষার্থী, তাদের এই শীতবস্ত্র বিতরণ করা হয়।