ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; টাঙ্গাইলের কালিহাতীতে ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোরে উপজেলার রাজাফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. সাইদুর সিদ্দিকী ওরফে কালু উপজেলার পূর্বাশুন্দা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১২ জানায়, গোপন খবরের ভিত্তিতে রাজাফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালায় র‍্যাব। অভিযানে ৩০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মো. সাইদুর সিদ্দিকী ওরফে কালুকে আটক করা হয়।

কালু দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করছে। তার বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।