ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

অনলাইন ডেস্ক : রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে চকবাজার থানাধীন ১নং বকশীবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন- ভোলা জেলার দৌলতখা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ জাফর (২৬), কুমিল্লা জেলার পরানপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ জিসান (২৫) ও একই জেলার জুলফুর রহমানের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (৩০)।

আটককৃতদের কাছ থেকে ২৭৯ বোতল ফেন্সিডিল, প্রাইভেটকার, ৬টি ব্যবহৃত মোবাইল ও নগদ ৬৯০০টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১০ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান অবজারভার প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।