আশুলিয়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মে ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে বহন করা ১৮১ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

সোমবার (১০ মে) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রোববার রাতে র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়ার শ্রীখন্ডিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮১ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে। এ সময় আতোয়ার হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।’

র‌্যাব জানায়, আটক আতোয়ার দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রেখে রজাধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।