মেডিকেল কলেজে ভর্তির আর্থিক সহযোগীতা করলেন পঞ্চগড় পুলিশ সুপার

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি ; পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মোঃ সাদ্দাম হোসেনকে ফুলেল শুভেচ্ছা এবং ভর্তি পরবর্তী সহায়তা প্রদান করেছেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, এটিএসআই শেখ মোস্তাফিজুর রহমান।

সাদ্দাম হোসেন এ বছর সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। সে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন ভজনপুর প্রধানগছ গ্রামের মোঃ সেকেন্দার আলীরর ছেলে। সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। মোঃ সাদ্দাম হোসেন সকলের কাছে দোয়া চেয়েছেন ডাক্তার হয়ে যেন মানুষের সেবা করতে পারে।