পঞ্চগড়ে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০ ফুটবল টুর্ণামেন্টের র‌্যালি

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় আগামী ১৭ জানুয়ারি একযোগে সারাদেশে শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০ ফুটবল টুর্ণামেন্ট। এ উপলক্ষে র‌্যালি করেছে পঞ্চগড় জেলা প্রশাসক।

১৩ জানুয়ারি (সোমবার) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম, হারুন আর রশিদ সেলিমসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।