পঞ্চগড়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষ

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে মাটি খনন করে পাথর উত্তোলনের দাবিতে আন্দোলনরত জনতার সংগে দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ৫০ জন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে র‌্যাবসহ অতিরিক্ত পুলিশ ও বিজিবি।

২৬ জানুয়ারি (রোববার) সকালে পাথর উত্তোলনকারী শ্রমিকদের পূর্বনির্ধারীত হরতাল চলাকালীন সময়ে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ বাধে এতে বেশ কয়েক জন আহত হয়েছে। ভাংচুর হয়েছে পুলিশের গাড়ি। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক ভাবে পুলিশকে ৩ রাউন্ড টিয়ারসেল ও ৮ রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়েছে।

জানা গেছে, গত শনিবার রাতে স্থানীয় পাথর উত্তোলনকারী শ্রমিকরা ভজনপুর বাজারে টিনের ঢোল পিটিয়ে হরতালের ঘোষণা দেয়। তারা সবাইকে দোকানপাট বন্ধ রেখে রাস্ত নামার আহবান জানায়। রোববার সকালে হরতাল পালন করছে স্থানীয় জনসাধারণ। খুলতে দেয়া হয়নি দোকানসহ কোন ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ করে দেয়া হয় মহাসড়কে যান চলাচল।

উল্লেখ্য, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দরিদ্র লোকজন নদী থেকে ও ভূমি খনন করে নুড়ি পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছিল। পরবর্তীতে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ড্রেজার মেশিন চললে পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কায় এলাকার সাধারণ পাথর শ্রমিক, পরিবেশকর্মী, সুশীল সমাজ ড্রেজার মেশিন বন্দের আন্দোলনে নামে। এরি পরিপ্রেক্ষিতে সরকারি আদেশক্রমে খনিজ সম্পদ রক্ষায় ড্রেজার মেশিন বন্ধসহ ভূমি খনন করে পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করে প্রশাসন।

এদিকে সব ধরনের পাথর উত্তোলন বন্ধ থাকায় গত ছয় মাস ধরে কর্মহীন হয়ে পড়েছে এলাকার লক্ষ লক্ষ মানুষ। তাদের দাবি, যেভাবেই হোক পাথর উত্তোলন করতে হবে। কিন্তু প্রশাসন অবিচল, কিছুতেই পরিবেশের ভারসাম্য নষ্ট করে পাথর উত্তোলন করতে দেয়া হবে না।