পঞ্চগড় নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড় পৌরসভা নির্বাচনের দায়িত্ব পালনকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের গাড়ি ভাঙচুর ও এক পুলিশ সদস্যকে মারধর করার ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর পঞ্চগড় সদর থানায় এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৫/৭ জন যুবককে আসামী করা হয়েছে। মামলার বিবরণী থেকে জানা যায়, সোমবার ভোট গ্রহণের শুরু থেকেই জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন। সোমবার দুপুর ১১ টায় পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্র পরিদর্শন করে ফেরার সময় কেন্দ্রে কাছেই কেন্দ্রের কয়েকজন যুবক পেছন দিক থেকে তার গাড়ি ভাঙচুর করে। পেছনের পুরো গ্লাসটি লাঠি দিয়ে আঘাত করে ভেঙে ফেলে তারা। এ সময় তাদের বাধা দিতে গেলে রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্যকেও মারধর করে তারা। তবে এ ঘটনার সাথে জড়িত কারা তা প্রকাশ করেননি তিনি। রাতে জেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে সরকারি কাজে বাধা দেয়াসহ ভাঙচুর ও পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে পঞ্চগড় সদর থানায় মামলা করেন। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ বলেন, নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। Share this:FacebookX Related posts: পঞ্চগড় আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি আমিনুর রহমান,সম্পাদক ফজলুল হক পঞ্চগড় পৌরসভা পেল প্রথম নারী মেয়র পঞ্চগড়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন পঞ্চগড়ে ফেন্সিডিলসহ সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আটক পঞ্চগড়ে শিক্ষার্থীকে ভর্তি ফরম দিলেন না প্রধান শিক্ষক পঞ্চগড়ে ৩ মাদকব্যবসায়ীসহ আটক-৭ পঞ্চগড়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষ পঞ্চগড়ের বিসিক শিল্প নগরিতে চা প্রক্রিয়াজাত কারখানা হচ্ছে পঞ্চগড়ে মুক্তিযুদ্ধকালীন মর্টারশেল উদ্ধার পঞ্চগড়ে আখবাহী ট্রলির চাপায় সাইকেল আরোহী নিহত শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে নাগেশ্বরী পৌরসভা নির্বাচন পঞ্চগড় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন SHARES Matched Content দেশের খবর বিষয়: কর্মকর্তার গাড়িনির্বাচনপঞ্চগড়ভাঙচুরের ঘটনায়মামলা