গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় ইটভাটার কিশোর শ্রমিক নিহত

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে হ্যান্ডট্রলির চাকায় পিষ্ট হয়ে রিফাত (১৫) নামে এক ইটভাটার কিশোর শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (২৮ জুন) গৌরীপুর-শাহগঞ্জ সড়কে মিরিকপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিফাত দাড়িয়াপুর গ্রামের মজনুর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইকেলে বাড়ি থেকে গৌরীপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি হ্যান্ডট্রলি রিফাতকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, রিফাতকে চাপা দেয়া হ্যান্ডট্রলিটিকে জব্ধ করা হয়েছে। হ্যান্ডট্রলি চালক পালিয়ে গেছে।