পঞ্চগড়ে মুক্তিযুদ্ধকালীন মর্টারশেল উদ্ধার

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে নদী খননের সময় মুক্তিযুদ্ধের সময়কার একটি মর্টারশেল উদ্ধার হয়েছে।জেলার সদর উপজেলার অমরখানা এলাকাধীন চাওয়াই নদী খননকালে এই মর্টার শেলটি উদ্ধার হয়।

পুলিশ জানায়, শুক্রবার অমরখানা এলাকার চাওয়াই নদী খননের সময় স্থানীয়রা একটি মর্টার শেল দেখতে পেয়ে অমরখানা বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি সদস্যরা বিষয়টি থানায় খবর দিলে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ওই মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক ভবেশ চন্দ্র রায় জানান, নদী খননকাজে ব্যবহৃত মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় মর্টার শেলটি পানিতে ভেসে ওঠে। ১৯৬২ সালে ওই মর্টার শেলটি তৈরি করা হয়। তবে সেটি কোন দেশের তা জানা যায়নি। এটি নিষ্ক্রিয় নাকি সক্রিয় তা এখন বলা যাচ্ছে না। সামরিক বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। তারা এলেই বিষয়টি পরিষ্কার হবে।

জানাজায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময় পঞ্চগড়ের অমরখানা এলাকায় পাক সেনাদের শক্ত ঘাঁটি ছিল। চাওয়াই নদীর পাড়ে মুক্তি বাহিনীর সঙ্গে পাক সেনাদের বার বার সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল। মর্টার শেলটি ওই সময় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।