ফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ফোন কিনে না দেওয়ায় বাবার সাথে অভিমান করে সোহাগ হাসান (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সোহাগ হোসেন জেলার শাহজাদপুর উপজেলার কাশিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে এবং জামিরতা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

শাহাজাদপুর থানার (তদন্ত) পরিদর্শক আব্দুল মজিদ জানান, সোহাগ বেশ কিছুদিন ধরে বাবার কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেয়ার জন বলে। কিন্তু তার বাবা-মা এখন ফোন কিনে না দিয়ে কিছুদিন পর কিনে দেয়ার কথা বলেন। এই কারণে শনিবার রাত থেকে বাবা-মার ওপর অভিমান করে থাকে এবং রোববার ভোরে নিজ ঘরের বাঁশের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।