লকডাউনে শ্রমজীবীদের ত্রাণের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : লকডাউনে শ্রমজীবী মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ দেওয়ার দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশ করেছে সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি।

রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর সদররোডে এ কর্মসূচি পালিত হয়।

সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, মো. সোহেল মৃধা, বিধান সরকার, সাইফুল ইসলাম, সানু আক্তার, কাজল দাস ও আবদুর জব্বার প্রমুখ।

এর আগে নগরীর ফকিরবাড়ি দলীয় কার্যলয় থেকে একটি লাল পতাকার মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি।