যুবলীগ নেতাসহ ৯ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এদের মধ্যে ইউনিয়ন যুবলীগের এক নেতাও রয়েছে।

রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৪।

এর আগে শনিবার (২৬ জুন) রাতে আশুলিয়ার পাবনার টেক এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ডাকাত দলের প্রধান সানোয়ার হোসেন (৩৮), মো. রিপন মিয়া (৩০), সানোয়ার হোসেন পাঠান (৩৫), লিটন রেজা ওরফে রাজা (৩৪), সাইফুল ইসলাম (৩২), আহাদ আলী (৩৮), আশরাফ আলী (৪০), আল আমিন (২৫), মো. রোকনুজ্জামান (৩৪)।

র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আশুলিয়ার কুন্ডলবাগ এলাকায় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ ঘটনায় রোববার র‌্যাব-৪-এর একটি দল আশুলিয়া থানাধীন পাবনার টেক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ৫টি হাশুয়া, ১টি দা, ১টি করাত, ১টি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, ১ ক্যান বিয়ার, ১১টি মোবাইল এবং নগদ ১৯ হাজার ৭২৫ টাকা উদ্ধারসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার ​করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৪ সিপিসি-২ -র কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে যানবাহনে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিল। ক্ষেত্র বিশেষে ভুক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করত। তারা অবৈধ মাদক ব্যবস্যার সাথেও জড়িত। উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

অন্যদিকে যুবলীগ নেতা সানোয়ার গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম মন্ডল বলেন, ‘অনেক দিন ধরেই সানোয়ার হোসেন কোন সাংগঠনিক কাজে আসতেন না। মিছিল-মিটিংয়েও তাকে পাওয়া যেত না। হঠাৎ করে শুনলাম তাকে র‌্যাব আটক করেছে। সিনিয়র নেতাদের বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে শিগগির তারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন।