সুদের টাকা পরিশোধের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে বিপুল অঙ্কের সুদসহ আসল টাকা পরিশোধের চাপ সইতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছেন।বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে মৃতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত শামীম হোসেন (২৫) উপজেলার বনপাড়া পৌরসভার আটুয়া মহল্লার জামাল প্রামাণিকের ছেলে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দুলাল হোসেন জানান, প্রায় মাস ছয়েক আগে শামীম পাশের রাথুরিয়া গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সুদ পরিশোধের শর্তে ১০ হাজার টাকা ধার নেন। কিন্তু তিনি ঠিকমত সুদ দিতে না পারায় একপর্যায়ে স্ত্রী-সন্তানসহ পালিয়ে ঢাকা চলে যান। সম্প্রতি লকডাউনের কারণে কাজ না থাকায় পুনরায় বাড়িতে ফিরে এলে সুদি মহাজন সুদসহ তাকে মোট ৭০ হাজার টাকা পরিশোধের জন্য চাপ দেন। এতো টাকা দেয়ার সামর্থ্য না থাকলেও মহাজনের উপর্যুপরি চাপে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পড়ে স্বজনরা বুঝতে পেরে তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই তিনি সেখানে মারা যান।

বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।