আদমদীঘিতে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মে ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবনে সুমন প্রামানিক (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মৃত সুমন প্রামানিক উপজেলার সদর ইউনিয়নের তালশন গ্রামের টুকু প্রামানিকের ছেলে। শনিবার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকেলে সুমন প্রামানিক পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে সবার অজান্তে বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবনে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন ঘটনাটি জানতে পেরে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।