হালুয়াঘাটে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১
হালুয়াঘাটে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২৩ জুন বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবীরুল ইসলাম বেগ’র সভাপতিত্বে পৌরশহরের পুরাতন বাসষ্টেন্ড দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পাশাপাশি দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪৬ ,ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোরর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঞ্চন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমএ সুরুজ মিঞা, যুবলীগের আহবায়ক মোঃ নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নোমান মন্ডলসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা আওয়ালীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ও হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জুয়েল আরেং বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজগার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর হাত ধরেই স্বাধীনতা এসেছিল বলেই বাংলাদেশের মানুষ আজ স্বাধীন। তিনি দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন বলেই আজ আমরা সর্বক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছি। গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এ দেশের গণমানুষের সংগঠনের স্বকৃতি লাভ করেছে আওয়ামীলীগ।