নাটোর জেলা লকডাউন ঘোষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে অবশেষে নাটোর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নাটোরের জেলা প্রশাসক এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মো. শাহরিয়াজ পিএএ আজ সকাল ১১টায় এই ঘোষণা জারি করেন। জেলা প্রশাসকের স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২০) বেলা ৩টা থেকে এই লকডাউন কার্যকর শুরু হবে। জেলা লকডাউনের ফলে জেলার বাইরে জনসাধারণের যেমন প্রস্থান বা যাওয়া নিষেধ তেমনি অন্য জেলা থেকে এই জেলায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই লকডাউন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। জেলা লকডাউনের অংশ হিসেবে জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলাতে জনসাধারণের আসা-যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। গণ পরিবহন ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে এই লকডাউনের আওতামুক্ত থাকবে জরুরী পরিষেবা যেমন-চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্য দ্রব্য সরবরাহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, সংবাদকর্মী ও সংবাদপত্র, ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী, সরকারী জরুরী পরিষেবা ইত্যাদি। এই আদেশ অম্যান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। উল্লেখ্য, নাটোর জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৯ জন। জেলা লকডাউন ঘোষণা করার আগে গত মঙ্গলবার থেকে করোনায় আক্রান্ত এলাকা নাটোর সদরের ছাতনী ইউনিয়ন ও নাটোর সদর হাসপাতাল, সিংড়া উপজেলা ও গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন লকডাউন করা হয়েছে। Share this:FacebookX Related posts: নাটোরে মাদক বিরোধী সমাবেশ নাটোর জেলা জামায়াতের সাবেক আমিরসহ ৫০ নেতা-কর্মী আটক রাণীনগরে মরহুম আজিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান আসামি লাবু গ্রেফতার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ সাপাহারে করোনা পরিস্থিতিতে ১কেজি গাঁজাসহ আটক-২ র্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে উপনির্বাচনের প্রচার-প্রচারনা চাঁপাইনবাবগঞ্জে সূর্যোদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের দখলমুক্ত হচ্ছে না রেলওয়ের জমি রাজশাহীতে মিথ্যা মামলা করে ধরা খেলেন বাদী SHARES Matched Content দেশের খবর বিষয়: জেলা লকডাউন ঘোষণানাটোর