চাটমোহরে সরকারি গাছ কাটা মামলায় ৭ জন কারাগারে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহর উপজেলায় সরকারি গাছ কাটার অভিযোগে দায়েরকৃত মামলায় কলেজের গর্ভনিং বডির ৭ জন সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দিবাগর রাতে অভিযান চালিয়ে হরিপুর গ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য আতিকুল ইসলাম, শাহজালাল উদ্দিন, মোশারফ হোসেন, আজাদ হোসেন, প্রণবী রানী, সিরাজুল ইসলাম ও গোলজার হোসেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার দুপুরে এজাহার দায়েরের পর মামলা হিসেবে নথিভূক্ত করা হয়েছে। ইতিমধ্যে মামলার ৭ আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আর মামলার বাকি দুই আসামী কলেজের গর্ভনিং বডির সভাপতি ও অধ্যক্ষ পলাতক রয়েছেন। প্রসঙ্গত, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের ভেতরে প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ পুরানো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় অতি সম্প্রতি সেখানে একটি নতুন ভবনের অনুমোদন হয়। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এবং দরপত্র ছাড়াই কলেজের আশপাশে ১৪টি গাছ কলেজের গর্ভনিং বডির সভাপতি ও অধ্যক্ষসহ অন্য সদস্যরা রেজুলেশনের মাধ্যমে স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করেন। এর মধ্যে কাটা পড়ে স্কুলের পাশে সরকারি ৬টি গাছও। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ইউএনও গাছ কাটা বন্ধ করেন এবং তদন্ত করে বিষয়টির সত্যতা পায় উপজেলা প্রশাসন। এরপর বুধবার দুপুরে হরিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপুল কুমার জোয়ার্দ্দার বাদী হয়ে কলেজের সভাপতি ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন ও অধ্যক্ষ আলী হায়দার সরদারসহ ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৯। Share this:FacebookX Related posts: চাটমোহরে শিক্ষার্থীদের বর্ণ অংকন প্রতিযোগিতা চাটমোহরে লকডাউন গ্রামে প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ চাটমোহরে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১ চাটমোহরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশ, যুবক আটক আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ নওগাঁয় আরও ৮৮ জন করোনায় আক্রান্ত বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় SHARES Matched Content দেশের খবর বিষয়: ৭ জন কারাগারেচাটমোহরেসরকারি গাছ কাটা মামলায়