সোনার নকল মূর্তিসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ১১, ২০২১

অনলাইন ডেস্ক ; বগুড়া র‌্যাব -১২ অভিযান চালিয়ে নকল সোনার মূর্তিসহ দুজনেক গ্রেফতার করেছে।র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকেলে দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা গ্রামের চৌধুরীপুকুর গুচ্ছ গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে৷

গ্রেফতারকৃতরা হলেন দুঁপচাচিয়া গ্রামের ঝাঝিড়া ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে মোনছুর ফকির (৩২) ও রেজাউল ফকিরের ছেলে মিজানুর ফকির (২৩)৷

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে যে, উদ্ধার হওয়া মূর্তির আনুমানিক মূল্য এক কোটি টাকা।

বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) কিশোর রায় জানান, গ্রেফতার দুই যুবক এই সব কাজের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করে থানা হেফাজতে পাঠানো হয়েছে৷