ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২১

অনলাইন ডেস্ক ; বগুড়ার শিবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ আল বিরুনী শিপুল (৩০) নামে কথিত এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ মহাস্থান গো-হাটির সামনে থেকে তাকে আটক করে।
শিপুল বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের মথুরা গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তিনি নিজেকে অনলাইন ফেসবুক সাংবাদিক হিসেবে পুলিশের কাছে দাবি করেছেন। তবে কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই স্থানে শিপুলকে থামিয়ে দেহ তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় শিপুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা করে।

শিবগঞ্জ থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, আটক হওয়া ব্যক্তির কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া গেছে। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তার কাছ থেকে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।