ভাইয়ের হাতে ভাই খুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মে ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় জমি নিয়ে মারামারিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই সাহাবুদ্দিন ভাঙগী (৫৫) নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার কলিগ্রামে এই ঘটনা ঘটে। সাহাবুদ্দিন ভাঙগী উপজেলার কলিগ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। তবে এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা পৌরসভার কলিগ্রামে বড় ভাই সাহাবুদ্দিন ভাঙগী ও ছোট ভাই সাজদার রহমানের মধ্যে দীর্ঘদিন থেকে ৫৩ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে বড় ভাই আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ছোট ভাই সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রিফায়েত হোসেন বলেন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে নিহতের স্ত্রী সালমা বেগম বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামীকে তারা মারপিট করে হত্যা করেছে। আমি এ বিষয়ে মামলা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের ছোট ভাই অভিযুক্ত সাজদার রহমান বলেন, বাবারা তিন ভাই। মোট জমির পরিমাণ ৫৩ শতাংশ। ওয়ারিশ হিসেবে আমার বাবা প্রায় ১৩ শতাংশ জমির ভাগ পাবে। কিন্তু বড় ভাই অন্যের প্ররোচনায় আমাকে এই জমিতে ঘর করতে দিচ্ছিল না। এ নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই, তার স্ত্রী, দুই ছেলে আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে রক্তাক্ত করে। এই দৃশ্য দেখে বড়ভাই স্টোক করে মারা যান। এ বিষয়ে বাঘা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কলিগ্রামের সাইফুল ইসলাম টগর বলেন, আমার জানা মতে তাদের মধ্যে অনেকদিন থেকে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বড় ভাই মারা গেছে শুনেছি। বাঘা থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সাহাবুদ্দিনের মরদহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, এই ঘটনায় নিহত সাহাবুদ্দিনের স্থী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় ছোট ভাই সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ নওগাঁয় আরও ৮৮ জন করোনায় আক্রান্ত রাজশাহীতেও গণপিটুনি খেয়েছিলেন এএসপি সুমিত জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল আত্রাইয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন SHARES Matched Content দেশের খবর বিষয়: ভাই খুনভাইয়ের হাতে