মানিকগঞ্জের সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় কাদের শেখ (৩০) নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছে।শনিবার (২৯মে) দুপুরে ঘিওর উপজেলার সরুপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাদের হরিরামপুরের গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের রহিজ শেখের ছেলে।
স্থানীয় অটোরিকশার সুপারভাইজার রাজু মোল্লা জানান, দুপুরে হরিরামপুর থেকে যাত্রী নিয়ে কাদের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে সরুপাই ব্রীজের ঢালে একটি পিকআপের সাথে কাদেরের সিএনজি সজোড়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কাদেরের মৃত্যু হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, স্বজনদের অনুরোধে নিহতের মরদেহ ময়নাতদন্ত না করেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।