হালুয়াঘাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

হালুয়াঘাট প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ এর উদ্ধোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শনিবার বিকালে উপজেলার হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ,পৌর মেয়র খাইরুল আলম ভূঞা,হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল ওহাব, অফিসার ইনচার্জ মো.মাহমুদুল হাসান,একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম,হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকরামুল হাসান খসরু প্রমূখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২১ বালক অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে ৪নং হালুয়াঘাট সদর ইউনিয়ন দল বনাম ৫নং গাজিরভিটা ইউনিয়ন দল। খেলায় মোট ১২ টি দল অংশ নেবে।