দুই লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরের সামনে ২ লাখ টাকার জাল নোট সহ বুধবার রাত সাড়ে ১০ টার সময় জাল টাকা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মোঃ মাসুদ রানা জানান, গ্রেফতার হওয়া প্রত্যারক চক্রের ৪ সদস্য হচেছন মানিক আকন্দ (৩৬), আব্দুস শুকুর আলী প্রামানিক (৩৪), নায়েব আলী মৃধা (৩৪) ও জাকারিয়া ফকির (৩০)।

জাল টাকা কেনা বেচা হচ্ছে গোপনে এমন খবরের ভিত্তিতে র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ওমর আলীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা পুনট কোল্ড স্টোর এলাকায় অভিযান চালায়। এ সময় ২ লাখ টাকার জাল নোটসহ প্রত্যারক চক্রের ৪ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরসহ কালাই থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।