সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ফেনী প্রেসক্লাবের মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির খবর প্রকাশ করায় প্রথম আলো জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ফেনী প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফেনী শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরে ফেনী প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় ফেনীতে কর্মরত সাংবাদিক ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোট, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনী শাখা, ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ফেনী, প্রথম আলো বন্ধুসভা, কালেরকণ্ঠ শুভসংঘ, সুশীল সমাজের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের, সময় টিভির ব্যুরো প্রতিনিধি বখতেয়ার মুন্না, ডেইলি অবজারভার ও ডিবিসি নিউজ ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, কালেরকণ্ঠ ফেনী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, বাংলাদেশ প্রতিদিন ফেনী প্রতিনিধি জমির বেগ, এস এ টিভির প্রতিনিধি মাঈনুল রাসেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সাধারণ সম্পাদক সমর দেবনাথ, নাট্য ব্যক্তিত্ব কাজী ইকবাল আহমেদ পরাণ, সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল। এছাড়াও বক্তব্য রাখেন- সাপ্তাহিক স্বদেশ কন্ঠ নির্বাহী সম্পাদক এম মোর্শেদ শিবলী, ইয়ুথ জার্নালিস্টস ফেনীর সভাপতি ও দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শাবিহ মাহমুদ, ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ফেনীর প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল বুলবুল, প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীব, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, লেখক ফোরাম ফেনীর সভাপতি নুরুল আমিন হৃদয়, দৈনিক আমাদের নতুন সময় ফেনী প্রতিনিধি এমরান পাটোয়ারী, আবৃত্তিশিল্পী মনিকা রায় প্রমুখ। বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদসহ তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও সরকারের প্রতি জোর দাবি জানান। এর সাথে সাথে সাংবাদিকদের ওপর নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন। Share this:FacebookX Related posts: ব্রাহ্মণবাড়িয়ায় নকল সরবরাহের সংবাদ প্রকাশ করায় মামলা, প্রত্যাহারের দাবীতে মানববন্ধন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও দায়িত্বশীলতা একান্ত প্রয়োজন সাংবাদিক কাজলের মুক্তির দাবিতে মানববন্ধন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি নাজমুল সম্পাদক ফয়সাল নবীনগর প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা সা. সম্পাদক এম কে জসীম নোয়াখালীর সাংবাদিকদের কোভিড-১৯ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার, সম্পাদক সজীব চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হোসে সম্পাদক শহীদ রাউজানে চাঁদাবাজি করতে এসে ৫ ভুয়া সাংবাদিক আটক দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা নবীনগর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল আলম ইয়াবাসহ কথিত ২ সাংবাদিক আটক SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ফেনী প্রেসক্লাবের মানববন্ধনমুক্তির দাবিতেসাংবাদিক রোজিনার