রাউজানে চাঁদাবাজি করতে এসে ৫ ভুয়া সাংবাদিক আটক

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের রাউজানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৫ নারী পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় তাদের আটক করা হয় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকা থেকে।

আটক করা নারী পুরুষরা হলো, মায়মনসিংহ জেলার শাপলা থানার খোকন আলীর ছেলে আল আমিন আহমেদ (৩৫), একই জেলার গফরগাঁও থানার সিরাজুল ইসলামের মেয়ে আরিফা আফরোজ (২০), বালুকা থানার সৈয়দ আবদুর জব্বারের মেয়ে সৈয়দা জবা (২২), মাছুম হাসান (৩৫), গাড়ি চালক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাশেম মজুমদারের ছেলে ইলিয়াছ মজুমদার (৫৫)।

রাউজান থানা পুলিশ জানায়, সাংবাদিক পরিচয়ধারী মাইক্রো (নোহা) গাড়িতে দৈনিক বর্তমান কথা ও দেশটিভি বাংলার স্টিকার ও মুঠোফেনের পেছনে নিউজ বাংলা টিভি এবং গলায় জবস টিভি ও দেশকাল পত্রিকার কার্ড ঝুলিয়ে রাউজানের বিভিন্ন ইটভাটায় গিয়ে ভয়তীতি দেখিয়ে চাঁদা নিচ্ছিল। এর ধারাবাহিকতায় অপর একটি ভাটায় গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করলে ভাটার ম্যানেজার এর চ্যালেঞ্জ এর মুখে পড়ে। ঘটনাটি পুলিশকে জানায় তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে কথিত সাংবাদিকরা তাদের অপরাধ স্বীকার করে।

গাড়ি চালক জানান, তাকে চট্টগ্রাম নগরী থেকে ভাড়া করে হাটহাজারী এলাকায় এনে গাড়ির সামনে ও পেছনে পত্রিকা ও টিভির স্টীকার লাগায়। আটক দুই নারী জানায়, তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়ার কথা বলে এনেছিলেন।

এই প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, সাংবাদিক পরিচয়ে চার কথিত সাংবাদিকসহ ৫ জনকে আটক করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত মাইক্রোটি (চট্টমেট্রা-চ-১১-৪৪৩৫) জব্দ করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন টিভি ও পত্রিকার পরিচয়পত্র ও কার্ড জব্দ করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, তারা একাধিক ইটভাটা থেকে মোটা অংকের

চাঁদাবাজি করেছে। আমরা দুটি ইটভাটা থেকে ২২ হাজার টাকা চাঁদাবাজির প্রমাণ পেয়েছি।