ইয়াবাসহ কথিত ২ সাংবাদিক আটক

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা পাচারকালে প্রায় ১৮ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার মো. কাইয়ুম শরীফের ছেলে মো. শহিদুল ইসলাম (২৮), একই উপজেলার, মো. আমিনের ছেলে কবির আহাম্মেদ (৩১)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, ‘আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম (২৮), কবির আহাম্মেদ (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা দুইজনই দুটি সংবাদপত্রের আইডি কার্ড প্রদর্শন করে ও নিজেদেরকে টেকনাফ প্রতিদিন এবং নাফ টেলিভিশন এর সাংবাদিক বলে দাবি করে। এ সময় তাদের মোটর সাইকেল তল্লাশি করে ১৭ হাজার ৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আটক শহীদুল টেকনাফ সাংবাদিক ইউনিটি নামের একটি সাংবাদিক সংগঠনের সক্রিয় সদস্য। কয়েকদিন আগে তাকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্রেস্ট দিতে দেখা গেছে ইউনিটির সভাপতি ও সাধারনণ সম্পাদকসহ অন্য সদস্যদের সাথে।

এভাবে প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের প্রথমে ফুল দিয়ে অথবা ক্রেস্ট দিয়ে তারা শখ্যতা গড়ে তোলে। পরে মাদকপাচারের সুবিধার্থে সেইসব ছবি ব্যবহার করে থাকে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এই কৌশলে মাদক পাচার চালিয়ে গেলেও মাঝেমধ্যে দুয়েকজন আটক হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। পরে তারা আবার শুরু করে নতুন উদ্যমে মাদক ব্যবসা।

এই কথিত সাংবাদিক সংগঠনটির সদস্যদের আয়-ব্যয়ের উৎস অনুসন্ধান করলে সবার গোমর ফাঁস হবে বলে মনে করেন সচেতন মহল। এর আগেও এই সংগঠনটির বহু সদস্য ইয়াবাসহ আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছিল।