নোয়াখালীর সাংবাদিকদের কোভিড-১৯ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীতে “সাংবাদিকদের জন্য কোভিড-১৯ বিষয়ক” অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। বুধবার ২৫ জন কর্মরত সাংবাদিক অনলাইন প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করেন। এই অনলাইন প্রশিক্ষণের উদ্দশ্যে হচ্ছে সকল সাংবাদিকদের কোভিড-১৯ সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়া যাতে তারা এই মহামারি কিভাবে সামাল দিবেন এবং এই পরিস্থিতি মোকাবেলায় কিভাবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবেন সে সর্ম্পকে একটা সম্যক ধারণা দেয়া। এছাড়া, কোভিড-১৯ সস্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য তুলে ধরার ব্যাপারেও সাংবাদিকরা যাতে বিশেষ ভূমিকা রাখতে পারেন। এই অনলাইন প্রশিক্ষণ কোর্সটি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর সহযোগিতায় ব্রেকথ্রু অ্যাকশন প্রকল্পের অংশ হিসেবে তৈরী করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সটি সামগ্রিক সমন্বয় করছেন পাবলিক হেলথ এন্ড ইনফরম্যাটিক্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ খালেকুজ্জামান, এসবিসিসি এডভাইজার, জন্স হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ডাঃ ফয়সাল মাহমুদ, একই প্রতিষ্ঠানের আউটরিচ ম্যানেজার এ.এফ.এম. ইকবাল, প্রজেক্ট ম্যানেজার শরীফ হোসেন সাইমুম ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর মহাসচিব খায়রুজ্জামান কামাল। এছাড়া, সার্বিকভাবে সরাসরি কোর্সটি পরিচালনা করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ এর কমিউনিকেশন কর্মকর্তা সৈয়দ সফি এবং শাপলা রহমান। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জুলাই-সেপ্টেম্বর,২০২০ মাস পর্যন্ত ঢাকা, চট্রগ্রাম সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ সহ ৮ বিভাগের ২০ জেলায় ৫০০ জন সাংবাদিককে প্রশিক্ষণের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করছে। এর আগে, চট্রগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়িতে তিনটি কোর্স সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে ৫০০ জন সাংবাদিককে এই প্রশিক্ষণ দেয়া হলেও পরবর্তীতে আরো সাংবাদিকদের এই প্রশিক্ষণ দেয়া হবে। Share this:FacebookX Related posts: সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও দায়িত্বশীলতা একান্ত প্রয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় নকল সরবরাহের সংবাদ প্রকাশ করায় মামলা, প্রত্যাহারের দাবীতে মানববন্ধন নোয়াখালীর পুলিশ সুপার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার ধোবাউড়া প্রেসক্লাবে সাংবাদিকদের পিপিই বিতরণ নোয়াখালীর হাতিয়ায় তলিয়ে গেছে ৪ ইউনিয়ন নোয়াখালীর দুই উপজেলায় লকডাউনে কাজ করছেন পুলিশ ও সেনাবাহিনী সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি নাজমুল সম্পাদক ফয়সাল নবীনগর প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা সা. সম্পাদক এম কে জসীম প্রথম ধাপে ৫০টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন হবে: তথ্যমন্ত্রী সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার, সম্পাদক সজীব চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হোসে সম্পাদক শহীদ দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: অনলাইন প্রশিক্ষণকোভিড-১৯ বিষয়কনোয়াখালীরসাংবাদিকদের