নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ দাউদ হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। দাউদ হোসেন বীজবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশের একটি দল বীজবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোবারক আলী বেপরী বাড়ির মোস্তফার ছেলে ও এলাকার চিহিৃত সন্ত্রাসী দাউদের বসত ঘরে অভিযান চালিয়ে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, গ্রেফতারকৃত দাউদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় ৫টি মামলা আদালতে বিচারাধীন। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: পটিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার- ১ নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন: কালাম ও শাহেদ রিমান্ডে নোয়াখালীতে শিশু ও নারী ধর্ষণ, দুই ধর্ষক কারাগারে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত পটিয়ায় ইয়াবা উদ্ধার॥ গ্রেফতার-২ সরাইলে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার নোয়াখালীতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ধর্ষণের অভিযোগ স্বীকার করলেন হেফাজত নেতা জাকারিয়া SHARES Matched Content অপরাধ বিষয়: অস্ত্র ও গুলিসহনোয়াখালীতেযুবক গ্রেফতার