পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড় জেলার দেবীগঞ্জে পরকীয়ার জেরে সাধনা রানী (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় গৃহবধূ সাধনার বাবা মলিন্দ্র নাথ থানায় বাদী হয়ে একটি আত্মহত্যার প্ররোচণা মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ সাধনার স্বামী মুকুল চন্দ্র রায়কে গ্রেফতার করে।

অনুসন্ধানে জানা যায়, পরকীয়া থেকে থেকেই মূলত ঘটনার সূত্রপাত। গৃহবধূ সাধনা রানীর পরকীয়া সম্পর্ক ছিল একই গ্রামের জহিরুল আলমের ছেলে সফি আলমের সঙ্গে। ঈদের ৩ দিন আগে প্রেমিক শফি আলমের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধৃত হয় সাধনা রানী৷ এ ঘটনায় সাধনা রানী ও শফি আলম সামাজিকভাবে তিরষ্কৃত হন এবং স্থানীয় চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বিষয়টি ঈদের পরদিন শালিশ বৈঠকে মীমাংসা করার সিদ্ধান্ত দেন।

ঘটনার ৩ দিন পর শুক্রবার দুপুর ১২টার সময় সাধনা রানীকে রান্নাঘরে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। পরে দেবীগঞ্জ থানায় খবর দেয়া হলে দেবীগঞ্জ থানার তদন্ত ওসি বজলুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করেন।

শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন জানান, এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।