চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীতে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগে সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসাইন হাওলাদারকে গ্রেফতার করেছে পটুয়াখালী থানা পুলিশ। রোববার দুপুর ২টায় শহরতলীর বসাক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বেলা ৩টার দিকে পুলিশ হেফাজতে তাকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায় ঈদুল ফিতর উপলক্ষে ১৩ মে ছোটবিঘাই ইউনিয়নে ৪৫০ জন জেলে পরিবারকে ২ মাসের জন্য ৮০ কেজি করে মৎস্য ভিজিডির ৭২০ বস্তা চাল বরাদ্দ করা হয়। বিতরণের আগেই চাল আত্মসাতের অভিযোগ উঠে ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদার ও ইউপি সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে। একপর্যায়ে চাল চোরের বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল শুরু করলে সদর উপজেলা নির্বাহী অফিসার, সদর এসিল্যান্ড ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে এলাকাবাসী, স্থানীয় চেয়ারম্যান, সকল ইউপি সদস্য ও প্রশাসনের উপস্থিতিতে ১৩ বস্তা চালের হিসাব গরমিল পান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি জানান, তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় ওই দিনই পটুয়াখালী সদর থানায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহাফুজুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদারকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, চাল চুরির নিয়মিত মামলায় ইউপি চেয়ারম্যান আলতাফ হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রকৃত রহস্য উদঘটনের চেষ্টা চালাচ্ছে। Share this:FacebookX Related posts: নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক কেরানীগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জন কোয়ারেন্টাইনে বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কাউখালীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে স্বামী- স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী লালমোহন উপজেলা ‘বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর কমিটি গঠন বরিশালে ভুয়া ডাক্তার-মাদক ব্যবসায়ীসহ আটক চার গৌরনদীতে নারীর প্রতি সহিংসতা রোধে প্রচারাভিযান চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ,২ জনকে কুপিয়ে জখম মির্জাগঞ্জে ভাসমান বেডে সবজি চাষে সফল কৃষক শাহাজাদা বাউফলে চড়া দামে সীম কার্ড বিক্রির অভিযোগ SHARES Matched Content দেশের খবর বিষয়: অভিযোগেইউপি চেয়ারম্যান গ্রেফতারচাল আত্মসাতের