ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বনের গাছ কাটার মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২১ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহরাবাড়ি এলাকায় রাতের আধারে বনের জমি থেকে গাছ কেটে নেয়ার অভিযোগে ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমীন খান,তার ম্যানেজার সুরুজ মিয়া ও খলিলুর রহমান খান সহ অজ্ঞান নামা আরও ১৫/২০ জনের বিরুদ্ধে হাজিরবাজার ক্যাম্প কর্মকর্তা এ,কে,এম সাফেরুজ্জামান বাদী হয়ে ভালুকা মডেল থানায় ১৬ মে রবিবার দুপুরে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৩১)। মামলা সূত্রে জানা যায়,গত ১১ মে রাতে মেহরাবাড়ি মৌজার ১৫০ নং দাগ থেকে শিহাব আমীন খানের নেতৃত্বে,তার ম্যানেজার সুরুজ মিয়া ও খলিলুর রহমানসহ অজ্ঞাত আরও ১৫/২০জন সরকারী গেজট ভূক্ত বন ভূমি দখলের উদ্দেশ্যে ওই বনের জমি থেকে ২০/২৫টি আকাশমনি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বন বিভাগের লোকজন সেই কাঠ আটক করে। শিহাব আমীন খান জানান, ১৫০ নং দাগের যে জমি থেকে গাছ কাটা হয়েছে সেই জমিটি আরেকজন ভোগ দখল করে খাচ্ছেন। সেই ব্যক্তির জমিতে আমি ও আমার লোকজন গাছ কাটতে যাবে কেন? বন বিভাগ প্রতিহিংসা বশত আমার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন। ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, কয়েক দিন পূর্বে শিহাব আমীন খান ও তার ছেলের নেতৃত্বে মেহরাবাড়ি মৌজায় বনের গেজেটভূক্ত ১৫০নং দাগে মাটি ভরাট করে জমি দখল করা শুরু করলে আমি সেই জমি উদ্ধার করে গাছের চারা রোপন করি। সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান শিহাব আমীন খান তার লোকজন নিয়ে গাছ কেটে নেয়ার সময় আমার বন প্রহরীরা গাছ গুলো আটক করে। এ ঘটনায় হাজিরবাজার ক্যাম্প কর্মকর্তা এ,কে,এম সাফেরুজ্জামান বাদী হয়ে ভালুকা মডেল থানায় ৬ নং ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমীন খান,তার ম্যানেজার সুরুজ মিয়া ও খলিলুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ভালুকা মডেল থানা ওসি মাহমুদুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে একটি মামলা নেয়া হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান চলছে। Share this:FacebookX Related posts: ভালুকায় সরকারী হাসপাতালের গাফিলতিতে রাস্তায় সন্তান প্রসব ভালুকায় জুতার কারখানায় ৮লাখ টাকার মালামাল চুরি ভালুকায় ৪ জন করোনা রোগী শনাক্ত এলাকা লকডাউন ভালুকায় নির্মাণাধীন ছাদ ধ্বসে ৬ শ্রমিক আহত ভালুকায় ইউপি মেম্বারের ছেলেসহ চার মাদকসেবী গ্রেপ্তার ভালুকায় সাংবাদিক পরিচয় দানকারী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার ভালুকায় মিল শ্রমিকের লাশ উদ্ধার ভালুকায় বাদশাহ টেক্সটাইল মিলের গুদামে আগুনে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি ভালুকায় আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণ ভালুকায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার ভালুকায় বাস চাপায় মিল শ্রমিক নিহত ভালুকায় শিশু ও প্রতিবন্ধীসহ ধর্ষণের শিকার-৩ SHARES Matched Content দেশের খবর বিষয়: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাবনের গাছ কাটার মামলাভালুকায়