মাইক্রোবাসকে ট্রাকের চাপা, নিহত ১

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মে ৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে মালবাহী ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার বিকেল ৪টার দিকে মহাসড়কের চকরিয়ার মালুমঘাট আমতলীর বাঁক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ (৫২) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ্ কাটা এলাকার মৃত কলিম উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি ট্রাক চকরিয়ার ফাঁসিয়াখালী পার হয়ে আমতলী এলাকা পর্যন্ত পৌঁছালে চকরিয়ামুখী একটি মাইক্রোবাসকে চাপা দেয়। এতে মাইক্রোবাসের চালকসহ যাত্রী নুর মোহাম্মদকে গুরুতর আহত অবস্থায় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। সেখানে নুর মোহাম্মদের মৃত্যু হয়।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. শাফায়েত হোসেন বলেন, স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।