ছাগলনাইয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ফেনীর ছাগলনাইয়া পাঠান নগর এলাকা থেকে মোঃ কামরুল (২৪) প্রকাশ গুনাই কামরুল নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সাথে ঘটনাস্থল থেকে ১ টি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি নিহত যুবক ডাকাত দলের সদস্য। দুই দল ডাকাতের গোলাগুলিতে সে নিহত হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, শনিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নে ডাকাত দলের দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুনাই কামরুল নামের এক ডাকাত সদস্যের মৃতদেহ উদ্ধার ও একটি বন্দুক ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত ডাকাত পাঠাননগর পূর্ব হরিপুর গ্রামের হানিফ পাঠানের ছেলে।

ওসি আরো জানান, তার বিরুদ্ধে ডাকাতি,অস্ত্র ও দস্যুতাসহ মোট ১৫ টি মামলা রয়েছে। বর্তমানে তার মৃতদেহ ফেনী সদর হাসপাতালে মর্গে রয়েছে।