বিজিবির সঙ্গে গোলাগুলিতে নিহত ১

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
বিজিবির সঙ্গে গোলাগুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে বিজিবি ও মাদক কারবারী মধ্যে গোলাগুলির ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বিজিবি’র এক জওয়ান।

মঙ্গলবার ভোর রাতের দিকে শাহপরীর দ্বীপ বিওপির দক্ষিণে গোলারচর পয়েন্টে এ ঘটনা ঘটে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ওই পয়েন্ট দিয়ে দু’জনকে হস্তচালিত নৌকা নিয়ে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে বিজিবির এক জওয়ান আহত হয়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে।

তিনি বলেন, এ সময় নৌকায় থাকায় একজন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। অপরজন নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে ওপারে চলে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ৫২ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি লম্বা বন্দুক পাওয়া যায়। পরে আহত বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ফয়সল হাসান খান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর আসে নদীর পাড়ে একটি লাশ পড়ে আছে। তখন বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ লাশ এবং একটি কার্তুজের খালী খোসা ওই ব্যক্তির পরিহিত কাপড়ের সঙ্গে দেখে ধারণা করে বিজিবি টহল দলের সঙ্গে সংঘটিত মাদক কারবারীদের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিই ইনি। মৃত ইয়াবা কারবারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান, বিজিবি পুলিশকে অবহিত করলে পুলিশের সাব ইন্সপেক্টর তোফাইল সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।