হালুয়াঘাটে কৃষকের ধান কেটে দিলেন এমপি জুয়েল আরেং

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মে ১, ২০২১
হালুয়াঘাটে কৃষকের ধান কেটে দিলেন এমপি জুয়েল আরেং

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় কম্বাইন হারভেষ্টার মেশিন দ্বারা কৃষকের জমির বোরো ধান কেটে দিয়েছেন ময়মনসিংহ-১ আসনের স্থানীয় সাংসদ জুয়েল আরেং।

শনিবার দুপুরে উপজেলার খন্দকপাড়া গ্রামের মোঃ আব্দুল করিম নামে এক কৃষকের ৪৩ শতাংশ জমির পাকাধান কম্বাইন হারভেষ্টার মেশিন দ্বারা কাটা হয়।

কৃষক মোঃ আব্দুল করিম বলেন, আমি গরীব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক পাছিলাম না। কম্বাইন হারভেষ্টার মেশিন দিয়ে স্থানীয় সাংসদ জুয়েল আরেং আমার ধান কেটে মেশিনের সাহায্যে মাড়াই করে দিয়েছেন। আমি স্থানীয় সাংসদ এর কাছে কৃতজ্ঞ।
ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশব্যাপী শ্রমিক সঙ্কট থাকায় কম্বাইন হারভেষ্টার মেশিন দ্বারা কৃষকের জমির বোরো ধান কাটা হচ্ছে। তার ধারাবাহিকতায় হালুয়াঘাটে খন্দকপাড়া গ্রামের এক কৃষকের বোরো ধান কেটে দিয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ নাজিম উদ্দিন,যুগ্ম-আহবায়ক মির্জা মোর্শেদ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।