২১ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর ও বাগেরহাট থেকে ২১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী। এ সময় ক্ষতিগ্রস্থ জেলেদের ত্রাণ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

জব্দকৃত ৬ কোটি টাকা মূল্যের এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

জাটকা নিধন কর্মসূচির আওতায় নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে।

গত ০১ এপ্রিল থেকে শুরু হওয়া এ অভিযানে দেশের বিভিন্ন নদ-নদী অববাহিকায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অপারেশন পরিচালনা করছে। যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।